নরসিংদীতে ৩০ লাখ টাকার হেরোইন জব্দ, আটক ২
নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় থেকে ৩০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রূপন কুমার সরকারের নেতৃত্বে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া এলাকার আলামিন (৩২) ও রাজশাহী জেলার পবা থানাধীন মোল্লাপাড়া এলাকার ফাহিমা (৫৫)।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রূপন কুমার সরকার বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার দল পাঁচদোনা মোড়ে রজনী গন্ধা হোটেলের সামনে থেকে তাদের আটক করি। পরে তল্লাশি চালিয়ে ফাহিমা নামক এক নারীর কাছ থেকে তিনটি হেরোইনের প্যাকেট উদ্ধার করি। প্যাকেট তিনটিতে মোট ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। তাঁরা এই হেরোইন বিক্রি করার উদ্দেশ্যে শরীরে বহন করছিলেন।’
এসআই আরো জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।