নরসিংদীতে প্রকাশ্যে ছিনতাই, চিরুণি অভিযানে গ্রেপ্তার
নরসিংদী বাজারে আজ বুধবার দিনদুপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
পালানোর পর পুরো এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ঘণ্টাখানেকের মধ্যে বিদেশি রিভলবার, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি।
পুলিশ জানায়, শহরের সাটিরপাড়া এলাকার ব্যবসায়ী কাইয়ুম মিয়া বাজার থেকে তিন লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সাড়ে ১২টার দিকে তিনি নরসিংদী বাজারে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার সামনে দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাঁকে টেনেহিঁচড়ে জোর করে গলিতে নিয়ে যায়। ওই সময় তিনি চিৎকার করলে এলাকার লোকজন ও টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে আসার চেষ্টা করেন। ছিনতাইকারীরা দুটি ফাঁকা গুলি ছুড়ে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
এরপর টহলরত পুলিশ সদস্যরাও দৌড়ে তাদের ধরার চেষ্টা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলে। যোগ দেন নরসিংদী মডেল থানার অর্ধশতাধিক পুলিশ সদস্য।
পরে পুলিশ চিরুনি অভিযান চালিয়ে শহরের বকুলতলা এলাকার বাদশা (২২) ও পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হুমায়ুনকে (২৮) আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিক্তিতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পয়েন্ট ৩৭৫ বোরের অত্যাধুনিক বিদেশি রিভলবার, তিনটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
আটক হুমায়ুন নরসিংদী শহরের বীরপুর এলাকায় আদু মিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কাইয়ুম মিয়া বলেন, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। তিনি এই ঘটনায় সদর মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
জেলা পুলিশ সুপার আমেনা বেগম জানান, ঈদকে ঘিরে ছিনতাইকারী চক্র বেশ সক্রিয় হয়ে ওঠে। সেই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। তাই দুই ছিনতাইকারীকে ঘটনা ঘটানোর সঙ্গে সঙ্গে অস্ত্রসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে যে অস্ত্র পাওয়া গেছে তা একটি অত্যাধুনিক বিদেশি অস্ত্র। এই অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত একজনের নাম পাওয়া গেছে। তাকে ও তার সহযোগীদের ধরতে ব্যাপক অভিযান চলছে।