শহরকে ধুলোবালিমুক্ত রাখতে চা বিক্রেতার উদ্যোগ
চারদিকের পরিবেশদূষণে প্রাণ যখন ওষ্ঠাগত, তখন প্রাণপ্রিয় শহরকে দূষণমুক্ত রাখতে উদ্যোগ নিয়েছেন এক সামান্য চা বিক্রেতা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে দাখিল করা এক আবেদনপত্রে তিনি মুন্সীগঞ্জ শহরকে ধুলোবালি ও আবর্জনামুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শহরের থানারপুল এলাকার ফুটপাতের চা বিক্রেতা দেলোয়ার হোসেন ডিপটি জানান, দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে তিনি নিজ স্বাক্ষরিত স্মারকলিপিটি পেশ করেন।
এ সময় পুলিশ সুপার তাঁকে মুন্সীগঞ্জ শহর ধুলোবালি ও আবর্জনামুক্ত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উদ্যোগের জন্য দেলোয়ার হোসেনকে ধন্যবাদও দেন তিনি।
এর আগে চা বিক্রেতা দেলোয়ার শহরকে ধুলোবালিমুক্ত রাখার প্রয়াসে মানববন্ধন করেছেন। শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় একটি প্রাইমারি স্কুলও প্রতিষ্ঠা করেছেন নিজ উদ্যোগে।