মেহেরপুরে সাত বিএনপিকর্মী আটক
মেহেরপুরের তিন উপজেলায় অভিযান চালিয়ে সাত বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ। ২০-দলীয় জোটের চলমান অবরোধে নাশকতা প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় পুলিশ।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এনটিভি অনলাইনকে জানান, আটকৃতদের মধ্যে সদর ও গাংনী থানার তিনজন এবং মুজিবনগর থানার একজন। তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়।