বরগুনায় জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার
বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গিলাতলী এলাকা থেকে তিন লাখ জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর আজ শুক্রবার দুপুরে তিনজনকে বরগুনা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া তিন তরুণ হলেন তোফাজ্জেল হোসেন টিটু, আবুল কালাম ও শাওন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি বরগুনাসহ আশপাশের এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জাল টাকাসহ তিন তরুণকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বরগুনা থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।