এবার বরগুনায় পুরোহিতকে হত্যার হুমকি
বরগুনা পৌর শহরের সার্বজনীন কালীবাড়ী মন্দিরের পুরোহিত সঞ্জয় চক্রবর্তীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে ‘পুরোহিত হত্যা সংগঠনের’ নামে পাঠানো এক চিঠিতে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কালীবাড়ী মন্দিরের সংশ্লিষ্ট সবার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সকাল ১০টার দিকে মন্দিরে প্রবেশ করলে পুরোহিতের নামে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা রয়েছে- ‘তোর মাথা নিয়ে যাবো এই আমাদের ইচ্ছা, আমরা এখন কিলিং মিশনে আছি বরগুনা জেলায়। মৃত্যুবরণ, হত্যা, পুরোহিত তোর মৃত্যু আমাদের হাতে, কাউকে কিছু বললে তোর মৃত্যু হবে ২৪ ঘণ্টায়। প্রচারে : পুরোহিত হত্যা সংগঠন।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকিদাতাদের শনাক্ত করতে সচেষ্ট রয়েছে পুলিশ।