বেনাপোলে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। গুলিতে আহত হয়েছেন আরো তিনজন।
আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের শান্ত ইসলাম (৪৫) ও আনিসুর রহমান আকু (২৭)।
আহত তিনজন হলেন পুটখালী এলাকার সাইফুল ইসলাম (৩০), আলতাফ হোসেন (২৮) ও সবুজ হোসেন (৩৪)। তাঁদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
২৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে দৌলতপুর সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি ব্যবসায়ী গরু নিয়ে ফিরছিলেন। ওই সময় ঘোনারমাঠ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীরা তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন। হাসপাতালে নেওয়ার পথে শান্ত ইসলাম ও আনিসুর রহমান মারা যান।
বিজিবির ওই কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিএসএফের কাছে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এর পর থেকে দৌলতপুর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।