বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
পিরোজপুরে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী সংসদ নামে পিরোজপুরের একটি সংগঠন।
আজ শনিবার সকাল ১০টায় শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সংসদের সম্পাদক মইনুল আহসান মুন্না, সাংবাদিক গৌতম রায় চৌধুরী ও সুজন সম্পাদক শাহ আলম শেখ।
বক্তারা এ সময় পরিবেশ রক্ষায় শহরের প্রাণকেন্দ্রে ওয়েল্ডিং কারখানা ও ভাঙ্গাড়ির দোকান অন্যত্র সরিয়ে দেওয়ার দাবিও জানান। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়রের কাছে স্মারকলিপি দেন।