নেত্রকোনায় ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ১২
নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আজ শনিবার সকালে মদন উপজেলার শিবাশ্রমে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরালি প্রামাণিকের (৭০) বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চরঘরঘরিয়া গ্রামে। আহত সবার বাড়ি একই এলাকায়। তাঁদের মদন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিক ফিরোজ ফরাদি জানান, প্রতিবছরের মতো এবারও ধান কাটার জন্য তাঁরা পাবনা থেকে ট্রাকে করে মদনের উদ্দেশে রওনা দেন। মদন উপজেলার শিবাশ্রম স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন দাউদ (২২), মো. শরিফুল (৩৫), মো. সিরাজ (৪০), আবদুল্লাহ (২৬), তাজলুল পরান (১৮), ফিরোজ ফরাদি (২২), ইকবাল প্রামাণিক (২৮), উজ্জ্বল প্রামাণিক (২৬), উজ্জ্বল (১৭), রাসেল (২২), শাহীন (২৫) ও আজিবার (৩৫)।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।