কামারুজ্জামানের গ্রামে বাড়তি নিরাপত্তা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের গ্রামের বাড়ি শেরপুরের বাজিতখিলা এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। আজ শনিবার সেখানে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দুই প্লাটুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), এক প্লাটুন পুলিশের এপিবিএন সদস্য এবং এক প্লাটুন আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকাল থেকেই এলাকায় টহলে রয়েছেন বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। কামারুজ্জামানের রায় বাস্তবায়ন হতে পারে এমন গুজবে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই বাড়ানো হয় বাজিতখিলা এলাকার নিরাপত্তা। তবে রাত ১০টার পর তা শিখিল করা হয়।
এদিকে বাজিতখিলা বাজারে অন্যান্য দিনের তুলনায় লোকসমাগম আজ কম বলে জানিয়েছেন স্থানীয়রা। কামারুজ্জামানের রায় বাস্তবায়ন নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের কয়েকজন দোকানি এনটিভি অনলাইনকে জানান, ‘মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক কাজ করছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাজারে আসতে চাচ্ছেন না।’
বাড়তি নিরাপত্তার ব্যাপারে শেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) শাজাহান মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘চার দিন ধরেই বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।’