খাগড়াছড়িতে বৈসাবির বর্ণাঢ্য উদ্বোধন
নতুন বছরকে বরণ করতে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে বৈসাবির নানা আয়োজন। প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে আজ শনিবার পাহাড়িরা খাগড়াছড়ি জেলা শহরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে সেখানে উদ্বোধন করা হয় সপ্তাহব্যাপী বৈসাবি মেলার।
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণ থেকে আজ সকালে শোভাযাত্রা বের হয়। হাজার হাজার পাহাড়ি নারী-পুরুষ তাদের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে সপ্তাহব্যাপী বৈসাবি মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব-উল-আলম, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদারসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।