ময়মনসিংহে তিনজনকে এসিড নিক্ষেপ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দোহার গ্রামে তিনজনকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
এসিডদগ্ধ ব্যক্তিরা হলেন আবু বকর সিদ্দিক (৪০), রফিকুল (৩০) ও রাহাত (৩০)। রাতেই তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ রাহাত মিয়ার বাবা ইউনুস আলী হাসপাতালে এনটিভি অনলাইনকে জানান, শুক্রবার রাতে রাহাত তাঁর ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে আবু বকর সিদ্দিক ও রফিকুলকে নিয়ে তারাকান্দায় যাচ্ছিলেন। পথে একই এলাকার আজিজ তালুকদার, আমিরুল তালুকদার ও মোহাম্মদ তালুকদার চলন্ত মোটরসাইকেলে এসিড নিক্ষেপ করে।
এসিডদগ্ধদের প্রতিবেশী খোকন মিয়া জানান, এসিড নিক্ষেপকারীদের সাথে দগ্ধ রফিকুলের জমি নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরীফুল ইসলাম জানান, পরীক্ষা করে রোগীদের শরীরে এসিডের আলামত পাওয়া গেছে ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ মোল্লা জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।