বিদেশিদের নাক গলানো সহ্য করব না : তথ্যমন্ত্রী
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের দণ্ড লাঘবের জন্য জাতিসংঘের ‘তৎপরতার’ সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় রায় বাস্তবায়নের ক্ষেত্রে ‘বিদেশিদের নাক না গলানোর’ পরামর্শও দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি।
আজ শনিবার দুপুর ১টায় কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা প্রশাসন অয়োজিত প্রবাসীদের পরিবারের সাথে মতবিনিময়, তাঁদের মেধাবী সন্তান ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘বহুজন বলেছিল, যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলে সৌদি আরবে আমার বাঙালিরা স্বর্ণ-প্রবাসীরা থাকতে পারবেন না। সব আশঙ্কা মিথ্যা প্রমাণ করে শেখ হাসিনার সরকারই সৌদি আরবে লাখ লাখ স্বর্ণ-প্রবাসীর আকামার ব্যবস্থা করে দিয়েছেন। কাদের মোল্লার ফাঁসি হয়েছে, সৌদি আরব থেকে একজন স্বর্ণ-প্রবাসীর চাকরি যায়নি। জাতিসংঘ যাই বলুক, আপনারা একটুও ভয় পাবেন না। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অপরাধ করেছে, তাঁদের যদি মৃত্যুদণ্ডের সাজা হয়, সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। তাতে স্বর্ণ-প্রবাসীর চাকরির কোনো অসুবিধা নাই।’
‘যাঁরা আজকে যুদ্ধাপরাধীর পক্ষে ওকালতি করছেন, তাঁদেরকে বলব, বিদেশি বন্ধুরা, এত দরদ যদি থাকে আগুন সন্ত্রাসে যখন মানুষ পুড়ছিল, সেই সব নেতানেত্রীর বিরুদ্ধে তখন মুখ বন্ধ করে ছিলেন কেন? সুতরাং মেকি দরদ বাদ দিন, আমার দেশ কীভাবে গড়ব, আমাকে ভাবতে দিন। আমরা ভাবব, আমাদের ভাগ্য আমরা গড়ব। বিদেশিদের কোকো নাক গলানো সহ্য করব না, সহ্য করব না। শেখ হাসিনার সরকার শক্তিশালী সরকার। অপরাধীদের ফাঁসি হবে, কার্যকর হবে। স্বর্ণ-প্রবাসীদের বিদেশে নিরাপত্তাও দেব। কোনো অসুবিধা নাই।’
জাসদ সভাপতি আরো বলেন, ‘বিদেশে যারা শ্রমজীবী, তারা হলো স্বর্ণ-প্রবাসী। বিদেশে যারা প্রবাসী, তারা হলো স্বর্ণ-প্রবাসী। আজ থেকে কুষ্টিয়া জেলায় প্রবাসীদের আর প্রবাসী বলব না, স্বর্ণ-প্রবাসী বলব।’
ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্যমন্ত্রীর সহধর্মিণী আফরোজা হক রীনা, জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম প্রমুখ। পরে তথ্যমন্ত্রী সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন।