রংপুরে কখন কোথায় ঈদ জামাত
রংপুর নগরীতে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ ময়দানে।
রংপুর সিটি করপোরেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় কঠোর নিরাপত্তা মধ্যে আগামীকাল বৃহস্পতিবার নগরীতে ১৩১টি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, একই সময়ে জেলার আটটি উপজেলার এক হাজার ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রংপুর সিটি করপোরেশন নগরীর প্রধান সড়কে ঈদ উৎসব উপলক্ষে জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে দৃষ্টিনন্দনভাবে সজ্জিত করা হয়েছে।
ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রংপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আবহাওয়ার প্রতিকূল অবস্থা বিরাজ করলে রংপুর কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৯টা এবং সাড়ে ১০টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অন্যান্য বছরের মতো এ বছরও গঙ্গাচরা উপজেলার তালুক হাবু ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় রংপুরের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে।
রংপুর নগরীর পুলিশ লাইন ময়দানে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়। মুন্সিপারা ঈদগাহে সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে সকাল ৯টা এবং ১০টায়, মণ্ডলপাড়া বড় ঈদগাহ এবং দামদারপুর বড় ময়দানে সকাল সাড়ে ৯টায়, কামাল কাকাচনা বড় জামে মসজিদে ৯টায়, নাসিরাবাদ ইকরামিয়া জামে মসজিদে ৯টায়, মাহিগঞ্জ শাহি জামে মসজিদে ৯টায় এবং আফতাবিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ মাঠ, বাহার কাচনা ঈদগাহ, কৈলাশ রঞ্জন বিদ্যালয় মাঠ, কারমাইকেল কলেজ মাঠ, আরসিসিআই স্কুল ও কলেজ মাঠ, কালেকটরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৮টা ও ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।