কৃষকরা হচ্ছেন আদর্শ মানুষ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, এ দেশের কৃষকরা হচ্ছেন আদর্শ মানুষ। তাঁদের শ্রমের উৎপাদিত ফসল আমাদের খাদ্যের জোগান দেয়। শিক্ষার পাশাপাশি বর্তমান সরকার কৃষিতে বেশি করে জোর দিচ্ছেন। সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি সেক্টরকে আধুনিকায়ন করার জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে। যার কারণে আজ দেশে খাদ্যের কোনো সংকট নেই।
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দতরা এলাকায় কৃষি ইনস্টিটিউট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে খল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলীমুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক বেনজীর আলম প্রমুখ বক্তব্য দেন।
আট একর জমিতে প্রকল্পটি নির্মাণকাজ শেষ হলে এখানে চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা কোর্স, কৃষকদের প্রশিক্ষণ ও ফসল গবেষণাগার থাকবে।