বৃষ্টি মাথায় নিয়ে নরসিংদীতে ঈদের নামাজ আদায়
বিপুল উৎসাহ-উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহে মিলিত হন।
সকাল সাড়ে ৮টায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার মসজিদে। জামাতে ইমামতি করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও গাবতলী মাদ্রাসার অধ্যক্ষ সাইয়েদ কামাল উদ্দিন জাফরি। উপজেলা চেয়ারম্যানসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই নামাজে অংশ নেন।
নামাজ শেষে উপজেলা চেয়ারম্যান সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এ ছাড়া শহরের জেলা কালেক্টরেট ঈদগাহে নামাজ আদায় করেন জেলা প্রশাসক (ডিসি) আবু হেনা মোর্শেদ জামানসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা। চিনিশপুর মাদ্রাসা ঈদগাহে নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।