মাথাভাঙ্গা নদীতে উত্তোলিত বালু ও ড্রেজার মেশিন জব্দ
মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে উত্তোলন করা বালু ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারী ভবানীপুর গ্রামের গোলাম মোস্তফা পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও আবুল আমিন জানান, বালু ব্যবসায়ী গোলাম মোস্তফা বেশ কয়েক দিন ধরে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অদূরে দুটি স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। বালু ও মাটি রক্ষা আইন ২০১০ অনুযায়ী অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে। তা স্থানীয় তহশিলদার বদরুল আলম ও ইউপি সদস্য মতিয়ার রহমানের হেফাজতে দেওয়া হয়েছে। বালু ও ড্রেজার মেশিন বিক্রি করে পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।