বাকৃবিতে হল ও অনুষদীয় কমিটি গঠনে ছাত্রলীগের সম্মেলন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হল ও অনুষদগুলোতে ছাত্রলীগের সাংগঠনিক ভিত্তিকে আরো শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ও একটি অনুষদের কমিটি গঠনের লক্ষ্যে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাকৃবি ছাত্রলীগ সূত্রে জানা যায়, আশরাফুল হক হল, শাহজালাল হল এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে শাহজালাল হলের সম্মেলন কক্ষে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। বাকৃবি শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. আব্দুল ওহাব রিন্টুর সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক অর্পি হাওলাদার। উদ্বোধনী বক্তব্য দেন ও সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ডা. মো. মুর্শেদুজ্জামান খান বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি বিজয় কুমার বর্মণ, সহ-সভাপতি মো. ফারুক হোসেনসহ কেন্দ্রীয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনে বক্তারা বলেন, হল ও কমিটি গঠনের মাধ্যমে সংগঠন আরো শক্তিশালী ও বেগবান হবে বলে আশা করছি। বাংলাদেশ আওয়ামী লীগের হাতে হাত মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও ডিজিটাল সোনার বাংলাদেশ নির্মাণে সর্বদা সহযোগিতা করার জন্য সব ছাত্রলীগ কর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।
বক্তারা আরো জানান, হল ও অনুষদীয় কমিটি গঠনের লক্ষ্যে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই কমিটি ঘোষণা করা হবে।
আশরাফুল হক হল ও দীর্ঘ ২২ বছর পর শাহজালাল হলে ছাত্রলীগের হল কমিটি এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে প্রথমবারের মতো ছাত্রলীগের অনুষদীয় কমিটি গঠন করা হচ্ছে।