শহীদুর সভাপতি ও তৌফিক সাধারণ সম্পাদক
বর্ণাঢ্য আয়োজনে দীর্ঘ একযুগ পর আজ শনিবার পাবনা জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে মো. শহীদুর রহমান শহীদকে সভাপতি ও অ্যাডভোকেট তৌফিক উল আলম তৌফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আজ সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সম্মেলনে শহীদকে সভাপতি ও তৌফিককে সাধারণ সম্পাদক, আবদুল আজিজ বিশ্বাস, মো. সোহবার উদ্দিন, মো. কসিমুদ্দিন, মো. হাবিবুর রহমান হাবিবকে সহসভাপতি এবং অ্যাডভোকেট আবদুল করিমকে আইনবিষয়ক সম্পাদক ঘোষণা করা হয়।
পাবনা জেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদের সভাপতিত্বে ও আবদুল আহাদ বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা কৃষিবিদ সমীর চন্দ্র, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ মাস্টার, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, অধ্যাপক আমিরুল ইসলাম, মোশাররফ হোসেন, সোহেল হাসান শাহীন, জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন প্রমুখ।
সম্মেলনে দলীয় নেতা-কর্মীরা মাথায় মাথাল, কাঁধে গামছাসহ সেজেছিলেন কৃষক সাজে। সম্মেলনের শুরুতে ঢাক-ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অংশ নিয়ে জেলা কৃষক লীগের নেতা-কর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।