মিষ্টি দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী মিষ্টি দিয়ে পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মকর্তারা আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্টের শূন্যরেখায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিএসএফের হিলি বিওপির কোম্পানি কমান্ডার শ্রী ভারত সিংহকে বিজিবির পক্ষে ছয়টি মিষ্টির প্যাকেট তুলে দেন হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সিরাজুল ইসলাম।
অন্যদিকে বিএসএসফের পক্ষেও ঈদের শুভেচ্ছা স্বরূপ বিজিবি কর্মকর্তাদের মিষ্টির পাঁচটি প্যাকেট দেওয়া হয়।
এ সময় উভয় বাহিনীর সদস্যরা ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।