ময়মনসিংহে পিএইচপি কুরআনের আলোর বাছাই
‘প্রতিভা আপনার, সহযোগিতা আমাদের’ এই স্লোগান নিয়ে সপ্তমবারের ধারাবাহিকতায় ময়মনসিংহে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে। আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হোসেনপুর দারুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
প্রাথমিক বাছাই পর্বে ঢাকায় সরাসরি অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়েছে প্রতিযোগী মো. ইয়াহইয়াহ মাহমুদ ও হাফেজ মো. জুবায়ের। তাদের হাতে ইয়েস কার্ড তুলে দিয়ে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবীব ও পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা কারী আবু ইউসুফ। বিচারক প্যানেলে ছিলেন কারী জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা আবদুর রাজ্জাক, হাফেজ মাওলানা কারী সাইদুর রহমান ও হাফেজ মাওলানা কারী আবু সালেহ্ মো. মুছা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এনটিভি। স্পন্সর পিএইচপি ফ্যামিলি, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, কো-স্পনসর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, অর্গানাইজার লাইট ইনসাইড।