দিনাজপুরে বাসচাপায় শিশু নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর চাকাই যাদুর মোড়ে বাসের চাপায় রূপা (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রূপার বাড়ি কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামে। তার বাবার নাম রবি।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম জানান, আজ সকালে পঞ্চগড়গামী একটি কোচ শিশু রূপাকে চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।