বাস কেড়ে নিল একই পরিবারের ছয়জনকে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় ছয় ভ্যানযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য।
আজ শুক্রবার বিকেলে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের দিয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।
প্রাথমিকভাবে পাঁচজনের নাম জানা গেছে। এঁরা হলেন দুলালী বেগম (৩২), শাহনাজ পারভীন (২৩), শহীদুল ইসলাম (৪০), মোস্তাসিন হোসাইন (৬) এবং রওশন আরা (৫০)। এঁরা সবাই নীলফামারীর জলঢাকা উপজেলার চ্যাংমারী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এঁরা সবাই ভ্যানযাত্রী ছিলেন।
ঈদের পরের দিন একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যরা ভ্যানে করে যাচ্ছিল। দিয়ারতল এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ভ্যানগাড়িটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয় বলে জানান ওসি। তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, লাশ দাফনের জন্য প্রত্যেক নিহতের জন্য ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।