চিরনিদ্রায় দিনাজপুর বিএনপির সাধারণ সম্পাদক
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর (৪৮) জানাজা আজ শনিবার দুপুর ২টায় দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
বাদ আসর চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেরকেটি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে মুকুর চৌধুরীকে দাফন করা হয়।
মুকুর চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেল ৬টায় দিনাজপুর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই বছরের শিশুপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিভিন্ন মহলের শোক
মুকুর চৌধুরীর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে মুকুর চৌধুরীর মৃত্যুতে জেলা বিএনপি শনিবার সকাল থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কোরআনখানি, কালো ব্যাজ ধারণ, দোয়া ও মোনাজাত।