মানিকগঞ্জে পুলিশের অভিযানে আটক ৩৬
নাশকতা চালাতে পারে—এমন সন্দেহের ভিত্তিতে ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন বিএনপির কর্মী। তাঁরা হলেন সদর থানার ফয়েজ আহম্মেদ শাহীন (২৯), আলী হোসেন পলাশ (২৮) ও নূরুজ্জামান (৩০) এবং সিংগাইর থানা এলাকার ফিরোজ (২০), শরিফুল (২২) ও বাহাদুর (৫৬)। এর বাইরে নিয়মিত মামলার ৩০ জন আসামি রয়েছে।
মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে আজ সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুল আলম খান জানান, জেলায় যেকোনো ধরনের সহিংসতা এড়াতে গত রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।