মৌলভীবাজারে বজ্রপাতে বউ-শাশুড়ির মৃত্যু
মৌলভীবাজারে বজ্রপাতে বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। তাঁরা হলেন দুলবী বিবি (৫৫) ও শরীফা বেগম (৩২)। জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দুলবী বিবির ছেলে আবদুল বারিক জানান, তাঁর স্ত্রী রান্নাঘরে ছিলেন। তাঁর কাছেই দাঁড়িয়েছিলেন মা। এ সময় বজ্রপাতে তাঁদের শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।