কামারুজ্জামানের ফাঁসিতে শেরপুরে আনন্দ মিছিল
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় শেরপুরে আনন্দ মিছিল করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ বুলবুল মোড় থেকে এই আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শুরুর আগে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হীরু, সদর কমান্ডার অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ ও মুক্তিযোদ্ধা তালাততুফ হোসেন মঞ্জু রায় কার্যকরের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।
নুরুল ইসলাম হীরু বলেন, ‘একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় আলবদর কমান্ডার কামারুজ্জামান শেরপুর জেলায় নির্যাতন চালিয়েছে, শত শত নিরীহ মুক্তিকামী মানুষকে হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। এসব অপরাধের দায়ে তার ফাঁসির রায় গতকাল রাতে কার্যকর হয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা আনন্দিত।’
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।