ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার দুপুর থেকে বন্দরের নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, পবিত্র ঈদুল ফিতরের কারণে ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। এ সময় ঈদের ছুটি পালন করা হয়। ছুটি শেষে আজ দুপুরের পর থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ফিরে এসেছে বন্দরের স্বাভাবিক কর্মব্যস্ত রূপ।