দিনাজপুরে কয়েদির মৃত্যু
দিনাজপুর জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মো. মনসুর আলী (৪৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনসুর মারা যান। তিনি দিনাজপুর ২ নম্বর উপশহর এলাকার মো. শামসুল আলমের ছেলে।
জেল সুপার মো. আবু সাঈদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত সব প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারাগার সূত্রে জানা গেছে, গত ১৩ জুন মাদকদ্রব্য মামলায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এক মাসের সাজা হয় মনসুর আলীর। তাঁর কয়েদি নম্বর-৩০৯৭। আগামী মঙ্গলবার তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল।
গতকাল শনিবার রাতে মনসুর আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতেই তাঁকে জেলা কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।