নরসিংদীতে জঙ্গিবিরোধী সমাবেশ
গুলশানে হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গি হামলার প্রতিবাদে নরসিংদীতে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট রেজাউল করিম বাসেদ, মুক্তিযোদ্ধা আমির হোসেন, অহিদুজ্জামান সরকার, মজিবুর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল্লাহ ভূঁইয়াসহ জেলা ও উপজেলা নেতারা।
এ সময় বক্তারা বলেন, জঙ্গিরা ইলামের শত্রু, ধর্মের শত্রু, দেশ ও মানবতার শত্রু। তাদের কোনো ধর্ম নেই। ইসলামসহ সব ধর্মেই মানুষ হত্যা মহাপাপ। ১৯৭১ সালের রাজাকার আর বর্তমানে জঙ্গির মধ্যে কোনো পার্থক্য নেই। এখন থেকেই জঙ্গি রাজাকার নির্মূলে গ্রামগঞ্জে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে এদের প্রতিহত করতে হবে। আর জঙ্গি রাজাকার নিধনে মুক্তিযোদ্ধারা অতন্দ্র প্রহরী হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে। সরকার ও রাষ্ট্রের স্বার্থে সবাইকে জঙ্গি দমনে এগিয়ে আসতে হবে।