বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো আটজন। আজ রোববার দুপুরে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গাধীমারা দুর্গাপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সাথে মাহেন্দ্রর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মাহেন্দ্রচালক সাইদুল ইসলামের (২৫) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি সদর উপজেলার আন্তরমোড় এলাকার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার এনটিভি অনলাইনকে জানান, হানিফ পরিবহনের বাসটি ঢাকা থেকে কুষ্টিয়ার কুমারখালী যাচ্ছিল। অপরদিকে রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে সদর উপজেলায় আসছিল মাহেন্দ্রটি। পথে বাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী ও শিশু নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মাহেন্দ্রচালক সাইদুল মারা যান। নিহতরা সবাই মাহেন্দ্র যাত্রী।
আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। এঁরা হলেন জিল্লু (২৫), শিপন (৩০), রাজু (২২), শফিকুল (৩৫) ও কাজল (৩০)। এঁরা রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানান উপপরিদর্শক।