শিবপুরে মুক্তিযোদ্ধা হত্যা মামলার সাক্ষীকে হত্যার হুমকি
নরসিংদীর শিবপুরের বিরাজনগর গ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই হত্যা মামলার সাক্ষীকে অব্যাহতভাবে হত্যার হুমকি দিচ্ছে খুনিরা।
গতকাল রোববার গভীর রাতে নিহতের ছোট ভাই সাক্ষী হারিছ মিয়ার বাড়িতে তিনটি খড়ের গাদা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে গত ২১ এপ্রিল রাতে দুর্বৃত্তরা সাক্ষীর ব্রয়লার মুরগির খামারে আগুন ধরিয়ে দেয়। এ সময় কয়েক লাখ টাকার মুরগি জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এ ব্যাপারে তিনি শিবপুর মডেল থানায় ২৫ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হারিছ মিয়া।
এত কিছুর পরও শিবপুর থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে বাদীপক্ষ। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে সাক্ষী ও বাদীকে মামলা তুলে নিতে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে।
গত ২৬ মার্চ রাত ৯টার দিকে মুক্তিযোদ্ধা আবদুল হাই স্থানীয় বিরাজনগর বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ছেলে রিমন মিয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে শিবপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
নিহতের ছোট ভাই মো. হারিছ মিয়া এই হত্যা মামলারই এক নম্বর সাক্ষী। মামলা দায়েরের পর থেকে বাদী ও সাক্ষীর জানমালের ক্ষতি করার জন্য আসামিরা উঠেপড়ে লেগেছে বলে তাঁদের অভিযোগ। এরই ধারাবাহিকতায় এই অগ্নিকাণ্ডসহ একের পর এক ঘটনা ঘটছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেনসহ এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এর সুষ্ঠু বিচারের দাবি জানান।