ঠাকুরগাঁওয়ে বিএসএফের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে বিএসএফ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও বিজিবি জানায়, রোববার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চোরইগাতি গ্রামের মইন উদ্দিনের ছেলে আনসার আলীসহ কয়েকজন যুবক ওই সীমান্তের ৩৮০ নম্বর পিলারসংলগ্ন এলাকার নাগর নদীতে মাছ ধরতে যায়।
এ সময় ভারতের ১২১ বিএসএফ ক্যাম্পের তিন সদস্য বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে তাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে ওই যুবকদের হাতাহাতি হয়। এতে এক বিএসএফ সদস্যসহ আনসার আলী আহত হলে সংঘর্ষকারীরা নিজ নিজ অবস্থানে ফিরে আসে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা শুরু হলে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের টহল বাড়ানো হয়।
পরে বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে রাত ৮টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফ দাবি করেছে, তাদের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেনি। বাংলাদেশের চোরাকারবারিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ সদস্যকে আহত করে চোরাকারবারিরা।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএসএফ।