ভারত থেকে অনুপ্রবেশ, বেনাপোলে আটক ৫৬
ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার বেনাপোল থেকে ৫৬ নারী, শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল রোববার রাত ১০টার দিকে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়িই ফরিদপুর ও নড়াইল জেলায়।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে অনেক নারী ও শিশু অবৈধপথে বাংলাদেশে আসছে—এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা সাদিপুর এলাকায় অভিযান চালান। এ সময় ১৯ নারী, ২৮ পুরুষ ও নয় শিশুকে আটক করা হয়।
আটক কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সময় কাজের সন্ধানে ও অন্য প্রয়োজনে ভারতে গিয়েছিলেন তাঁরা। কাল রাতে দেশে ফেরার পথে বিজিবির সদস্যরা তাঁদের আটক করে।
আটক আবদুর রহিম এনটিভি অনলাইনকে বলেন, তাঁর বাড়ি ফরিদপুর জেলায়। ১০-১৫ দিন আগে ভারতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। বাকি রুটগুলো বন্ধ থাকায় অন্যদের সঙ্গে সাদিপুর সীমান্ত দিয়ে দেশে ফিরছিলেন। পথে বিজিবির সদস্যরা তাঁদের আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, রাত ১১টার দিকে আটক ব্যক্তিদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে পাঠানো হবে।