বেনাপোলে সোনাসহ আটক নূর ইসলাম রিমান্ডে
যশোরের বেনাপোল তল্লাশি চৌকিতে আড়াই কেজি সোনার বারসহ আটক নূর ইসলামকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার বিকেলে বিচারিক হাকিম প্রণব কুমার হুই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
নূর ইসলাম শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের বাসিন্দা।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) কর্মী পরিচয়ে বেনাপোল তল্লাশি চৌকি দিয়ে ভারতে সোনা পাচার করছেন—এমন খবরের ভিত্তিতে ৭ এপ্রিল সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নূর ইসলামকে আটক করে। পরে তল্লাশির একপর্যায়ে তাঁর স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আড়াই কেজি ওজনের ২১টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য এক কোটি ১০ লাখ টাকা।
বিজিবির এই কর্মকর্তা বলেন, ওই ঘটনায় বিজিবির সুবেদার আইয়ুব আলী সরকার বাদী হয়ে চোরাচালানের অভিযোগে ৭ এপ্রিল একটি মামলা করেন। পরের দিন ৮ এপ্রিল পুলিশ নূর ইসলামের সাত দিনের রিমান্ড চায়। ওই দিন আদালত রিমান্ড মঞ্জুর করেননি। গতকাল রোববার আবার নূর ইসলামকে আদালতে আনা হলে রিমান্ড শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কর্নেল জাহাঙ্গীর আরো জানান, জব্দ করা সোনার বারগুলো একটি পরিবহনের মালিকের বলে জিজ্ঞাসাবাদে নূর ইসলাম জানিয়েছেন। ওই পরিবহনের মালিক দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচারে সঙ্গে জড়িত। এর আগে তিনি (পরিবহন মালিক) হোটেল কর্মচারী ছিলেন।