ব্র্যাক কর্মকর্তার টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ১
মানিকগঞ্জে ব্র্যাকের দুই কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র, গুলি, টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলার পারুলিয়া চরাঞ্চল থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আরব আলী (৩৫)। তিনি শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলের বাসিন্দা।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্র্যাকের শ্যামগঞ্জ শাখার প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান জানান, গতকাল বেলা সোয়া ৩টার দিকে ব্র্যাকের এই শাখা থেকে প্রায় ছয় লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে উত্তরা ব্যাংকের ঘিওর শাখায় জমা দিতে যাচ্ছিলেন ব্র্যাকের দৌলতপুর উপজেলার শ্যামগঞ্জ শাখার হিসাবরক্ষক সোলেমান হোসেন (৩৫) ও প্রোগ্রাম অফিসার ইসমাইল হোসেন (৩৫)। তাঁদের মোটরসাইকেলটি চারাখালী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল এসে তাঁদের গতিরোধ করে। সেখানে মোটরসাইকেলে থাকা চারজনের সঙ্গে তাঁদের আরো কয়েক সহযোগী এসে ব্র্যাক কর্মকর্তাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁদের মারধর করে ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁদের পাশের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, ছিনতাই হওয়া টাকার পরিমাণ পাঁচ লাখ ৮৭ হাজার ৫০০। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পারুলিয়া চরাঞ্চল থেকে অস্ত্র, তিনটি গুলি, দুই লাখ টাকাসহ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদের গ্রেপ্তার ও ছিনতাই করা বাকি টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।