দিনাজপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি, একজন নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কামারপাড়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আজিজার রহমান ওরফে কালা ডাকাত (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহবুব (৩৬) নামের আরেক যুবক।
আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমানের বাড়ি চিরিরবন্দর উপজেলার দক্ষিণ আলোকডিহি গ্রামে।
আহত মাহবুব জেলার পার্বতীপুর উপজেলার জাহানাবাদ গ্রামের জবর আলীর ছেলে বলে জানা গেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ডাকাতির উদ্দেশ্যে গভীর রাত থেকে ওই গ্রামে অবস্থান করছিল একদল লোক। টের পেয়ে ভোরে গ্রামবাসী ধাওয়া করে ওই দুই ডাকাতকে আটক করে। তবে এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক দুজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই আজিজার মারা যান। এ সময় গুরুতর আহত হন তাঁর সঙ্গী মাহবুব।
ওসি আরোজানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।