নিখোঁজের একদিন পর কলাবাগানে মিলল লাশ
দিনাজপুরে নিখোঁজের একদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার জালিয়াপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি কলাবাগান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪২)।
জাকিরের মা মরিয়ম নেছা জানান, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় জাকির।
আজ সকালে এলাকার লোকজন বাড়ির পাশের কলাবাগানে দুর্গন্ধ পেয়ে তার উৎস খুঁজতে গিয়ে সেখানে জাকিরের লাশ পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল হাসনাত জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে জালিয়াপাড়ার একটি কলাবাগান থেকে জাকিরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে জাকিরকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে জানান ওসি।