নববর্ষে পাবনায় ‘রুচি বৈশাখী উৎসব’
বাংলা নববর্ষ ১৪২২-কে বরণ করতে পাবনার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে স্কয়ার কনজুমার প্রডাক্টসের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘রুচি বৈশাখী উৎসব’। উৎসবের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চ থেকে বের করা হবে নববর্ষের শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেবেন স্কয়ার টয়লেট্রিজ অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
সকাল পৌনে ৯টায় পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ওপেন কনসার্ট। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি।
রুচি বৈশাখী উৎসবের স্লোগান হচ্ছে ‘হৃদয় নাচে বৈশাখী সাজে’। স্কয়ারের আয়োজনে বেশ কয়েক বছর ধরেই পাবনায় আয়োজন করা হচ্ছে বৈশাখী উৎসব।
উৎসব উপলক্ষে এডওয়ার্ড কলেজ মাঠে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বসানো হয়েছে র্যাব পুলিশের বিশেষ পাহারা। এডওয়ার্ড কলেজ মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।
এবারের বৈশাখী কনসার্টে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড ওয়ারফেইজ, মাকসুদ ও ঢাকা, নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী নোলক বাবু, সজল, সিঁথি সাহা, দিতি সরকারসহ ক্লোজআপ ওয়ানের শিল্পীরা।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে জানান, বৈশাখের সব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অঞ্জন চৌধুরী পিন্টু এনটিভি অনলাইনকে বলেন, ‘বাংলা নতুন বছরকে বরণ করতে স্কয়ারের উদ্যোগে কয়েক বছর ধরেই পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে রুচি বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব এবং ওপেন কনসার্টে অংশগ্রহণ করে পাবনার লক্ষাধিক মানুষ। বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে স্কয়ার টয়লেট্রিজ প্রতিবছর এই আয়োজন করে আসছে এবং এই আয়োজন অব্যাহত থাকবে।
স্কয়ারের এ আয়োজন ছাড়াও পাবনা ইউনিভার্সাল ফুড লিমিটেড, পাবনা প্রেসক্লাব, ড্রামা সার্কেল, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পহেলা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।