এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের তারাকান্দায় এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার বিকেলে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত ১০ এপ্রিল তিন মোটরসাইকেল আরোহী রাহাত (৩০), আবু বকর সিদ্দিক (৪০) ও রফিকুলের দিকে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসিডদগ্ধরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের স্বজনরাও আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন।
গত ১০ এপ্রিল রাতে রাহাত তাঁর ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে দুই আরোহী দোহার গ্রামের আবু বকর সিদ্দিক ও রফিকুলকে নিয়ে তারাকান্দা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ এপ্রিল তারাকান্দা থানায় রাহাতের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের রামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ তালুকদার, কর্মী আমিরুল তালুকদার, মোকছেদ তালুকদার, বুলবুল তালুকদার ও অজ্ঞাত তিনজনসহ সাতজনকে। তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে আজ সন্ধ্যায় তারাকান্দা থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহাম্মদ মোল্লা এনটিভি অনলাইকে জানান, মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।