পাবনায় বৈশাখী উৎসব
বাংলা নববর্ষ ১৪২২-কে বরণ করে নিতে পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজন করা হয়েছে ‘রুচি বৈশাখী উৎসব’। আজ মঙ্গলবার সকাল ৮টায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চ থেকে বের হয় নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা। চারুকলার আদলে এই শোভাযাত্রায় নানা রঙের পোশাক ও মুখোশ পরে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক।
শোভাযাত্রার নেতৃত্ব দেন স্কয়ার টয়লেট্রিজ ও ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। পরে সকাল পৌনে ৯টায় এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ওপেন কনসার্ট। কনসার্ট শুরুর আগে স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকাল থেকেই পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে ভরে ওঠে সব বয়সী নারী-পুরুষ-শিশুর ভিড়ে। বিভিন্ন সাজে তারা উৎসবে মেতেছিল। গানে একে একে মঞ্চ মাতিয়ে তোলেন জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ এবং মাকসুদ, ঢাকা, নোলক বাবু, সজল, সিঁথি সাহা ও ম্যাজিক বাউলিয়াপনা বিজয়ী দিতি সরকার ও ক্লোজআপ ওয়ানের শিল্পীরা।
এডওয়ার্ড কলেজ মাঠে প্রায় সাড়ে তিন ঘণ্টার এই উন্মুক্ত কনসার্ট উপভোগ করেন লক্ষাধিক মানুষ। উৎসব উপলক্ষে নেওয়া হয় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। বসানো হয় র্যাব-পুলিশের বিশেষ চেকপোস্ট।