হিলি সীমান্তে ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার চড়ারহাট ও ডাঙ্গাপাড়া এলাকা থেকে এসব জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।
উপজেলার বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, আজ শনিবার ভোর ৫টার দিকে বিজিবি সদস্যরা সীমান্তের চড়ারহাট ও ডাঙ্গাপাড়া এলাকায় টহলে যায়। এ সময় কয়েকজন ব্যক্তি দুইটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। সন্দেহ হলে তাদের থামানো হয়। পরে তারা মোটরসাইকেল ফেলে চলে যায়। দুই মোটরসাইকেলে ১২৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ওই দুই মোটরসাইকেলসহ ফেনসিডিল জব্দ করা হয়।
রফিকুল ইসলাম আরো জানান, ডাঙ্গাপাড়া স্টেশন এলাকা থেকে ভারতীয় ১৭টি বাইসাইকেল জব্দ করা হয়। এগুলো হিরো কোম্পানির বাইসাইকেল।