কাহারোলে বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি গ্রাম থেকে বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, বাবা তাঁর ছেলেকে রশিতে ঝুলানোর পর নিজেও একই রশিতে আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামের দশমাইল এলাকার জিন্নাত আলী (২৫) ও তাঁর ছেলে মোহাম্মদ মুন্না (৭)।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
জিন্নাত আলী মা মোছা. তারা বানু এবং ছোট ভাই মো. জেনারুল ইসলাম জানান, জিন্নাত আলী দুটি বিয়ে করেছেন। এরা হলেন প্রথমপক্ষের স্ত্রী মোছা. সীমা খাতুন এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী মোছা. সহিদা খাতুন। মোহাম্মদ মুন্না প্রথমপক্ষের ছেলে।
দুই সংসারে সবসময়ই ঝগড়াঝাটি লেগে থাকত। এর মধ্যে ঈদের আগে ছোট বউ কুড়িগ্রামে তাঁর বাবার বাড়ি চলে যায়। পারিবারিক কলহের জের ধরে জিন্নাত আলী আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে পরিবারের ধারণা।
কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।