হিন্দু পরিবার উচ্ছেদ মামলায় একজনের কারাদণ্ড
বরগুনার একটি গ্রামের ১৪টি হিন্দু পরিবারকে উচ্ছেদের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার প্রধান আসামি আবদুর রশীকে (৪২) পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তিনি ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
আজ রোববার দুপুরে বরগুনার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতের বিচারক মো. মাসুমবিল্লাহ এ রায় দেন। রায়ে আবদুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। তবে মামলার অন্য দুই আসামি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত জাকির (৪০) এবং তার ভাই সালামকে (৩৫) বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বরগুনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবদুল লতিফ এবং আসামিপক্ষে শুনানি করেন মো. নজরুল ইসলাম শিকদার।
মামলার বিবরণ থেকে জানা যায়, আবদুর রশীদের নির্যাতনের মুখে ২০১৩ সালের শুরুর দিকে তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের তিনটি পরিবার গ্রাম ছেড়ে বরগুনা শহরে আশ্রয় নেয়। একই কারণে ২০১৪ সালের শুরুর দিকে আরো দুটি পরিবার শহরে আশ্রয় নেয়। সর্বশেষ গত বছরের ১৩ মার্চ চন্দনতলা গ্রাম থেকে ১৪টি পরিবারের ৯০ জন একযোগে ভিটেমাটি ত্যাগ করে।
বিষয়টি জানাজানি হওয়ার পর বরগুনার সচেতন মহলের সহযোগিতায় যাদব সরকার বাদী হয়ে আব্দুর রশিদকে প্রধান আসামি করে দ্রুত বিচার আইনে তালতলী থানায় একটি মামলা করেন। এরপর তালতলী থানা পুলিশ ঘটনার মূলহোতা আব্দুর রশিদ আকনকে গ্রেপ্তার করে।