মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত
মুন্সীগঞ্জ সদর উপজেলায় আজ মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি চরমুশুরা এলাকায় এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় খাসকান্দি চরমুশুরা গ্রামের ফিরোজ পাঠান (৪০) ও তাঁর স্ত্রী তাসলিমাকে (৩০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত ফিরোজের বাবা করিম পাঠান (৬৫) ও স্বজন মো. আসাদকে (৩২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসু জানান, জসিম ভূঁইয়া ও করিম পাঠানের মধ্যে পূর্ব-বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষ জসিম ভূঁইয়ার লোকজন করিম পাঠানোর বাড়িঘরে আজ হামলা চালায়।
এ ব্যাপারে জসিম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।