মৌলভীবাজারে ১৭ দোকান ছাই, দগ্ধ ৪
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ফুলেরতল বাজারে আগুনে মদিনা মার্কেট ও এর আশপাশের ১৭ দোকান পুড়ে গেছে। আজ বুধবার সকাল ৮টায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন।
কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, কুলাউড়ার দুটি ও বড়লেখার একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে শ্যামল দেব ও সেলিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দগ্ধ ফয়সল খান ও রাজু দেবকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিজানুর রহমান আরো জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান ক্ষতির পরিমাণ তিন কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন।
কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।