পাথরঘাটায় ৩৬টি হরিণের চামড়াসহ দুজন আটক
বরগুনার পাথরঘাটা থেকে হরিণের চামড়াসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা সংলগ্ন এলাকা থেকে চামড়া পাচারের সময় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরগুনার শাহিন ও পিরোজপুরের উজ্জ্বল। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের র্যাবের পটুয়াখালী ক্যাম্পে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান।
র্যাব কর্মকর্তা এনটিভিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালমেঘা গ্রামের সোনালী মাদ্রাসা সংলগ্ন রাস্তায় আগে থেকেই প্রস্তুত হয়ে ছিলো র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দৌড় দিলে র্যাব সদস্যরা তাঁদের ধাওয়া করে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩৬টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।