গাইবান্ধার চর থেকে দুটি রামদা উদ্ধার
জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার বেশ কিছু এলাকায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দুটি রামদা উদ্ধারের কথা জানিয়েছে যৌথবাহিনী।
গতকাল সোমবার মধ্যরাত থেকে সাঘাটা উপজেলার দিঘলকান্দি ও সিপি গাড়ামারা চরে চালানো হয় এই যৌথ অভিযান।
বগুড়ার সারিয়াকান্দি চরে সাঘাটা উপজেলার দক্ষিণে সিপি গাড়ামারা ও দিঘলকান্দি চরে জঙ্গি গোষ্ঠী আশ্রয় নিয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। এর পরিপ্রেক্ষিতে গত মধ্যরাত থেকে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনের নেতৃত্বে র্যাব-পুলিশের ১২০ জনের দল অভিযান শুরু করে।
সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) কাওসার হোসেন জানান, ৪০ জন র্যাব ও ৮০ জন পুলিশের একটি দল চর এলাকায় অভিযান চালিয়েছে। তবে কেবল দুটি রামদা ছাড়া আর কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।