ঠাকুরগাঁও সীমান্তে গুলিসহ পিস্তল উদ্ধার
ঠাকুরগাঁওয়ের মোলানী সীমান্তের বেলডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি।
এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের বিজিবির লেজার ক্যান্টিন কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে ৩০ বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ৩০ বিজিবির পরিচালক লেফট্যান্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস জানান, গোপন সংবাদ পেয়ে আজ মঙ্গলবার ভোরে হরিপুর উপজেলার মোলানী সীমান্তের বেলডাঙ্গী গ্রামের আলমের বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় জেলার সংবাদকর্মীদের কাছে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ৩০ বিজিবির পরিচালক। এ ছাড়া এ অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলার সংবাদকর্মীরা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে উপস্থিত ছিলেন।