ব্র্যাকের টাকা ছিনতাইয়ের ঘটনায় আরো দুজন গ্রেপ্তার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুরিয়া চরাঞ্চলে ব্র্যাকের টাকা ছিনতাইয়ের ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন পারুরিয়া চরাঞ্চলের সেলিম হোসেন (৪০) ও ব্রাহ্মণদি চরাঞ্চলের আবদুর রশিদ শেখ (৪৫)। পরে দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত সোমবার এ ঘটনায় আরব আলী (৩৫) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলের বাসিন্দা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, গত রোববার বিকেলে ব্র্যাকের শ্যামগঞ্জ শাখা থেকে প্রায় ছয় লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে উত্তরা ব্যাংকের ঘিওর শাখায় জমা দিতে যাচ্ছিলেন শাখার হিসাবরক্ষক সোলেমান হোসেন (৩৫) ও প্রোগ্রাম অফিসার ইসমাইল হোসেন (৩৫)। তাঁদের মোটরসাইকেলটি চারাখালী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল এসে তাঁদের গতি রোধ করে।সেখানে মোটরসাইকেলে থাকা চারজনের সঙ্গে তাঁদের আরো কয়েক সহযোগী এসে ব্র্যাক কর্মকর্তাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁদের মারধর করে ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁদের পাশের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, ওই দিন সন্ধ্যার দিকে আরব আলী (৩৫) নদী পার হয়ে পারুরিয়া বাজার এলাকায় যান। এ সময় তাঁকে সেলিম ও রশিদ ধাওয়া করে অস্ত্র ও দুই লাখ টাকাসহ ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে আরব আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
‘জিজ্ঞাসাবাদে আরব আলী ব্র্যাকের টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। তিনি পুলিশকে আরো জানান, ছিনতাই করা টাকার কিছু অংশ সেলিম ও রশিদের কাছে রয়েছে। তাঁরা ওই টাকা আত্মসাত করতে চেয়েছিল। পরে আজ তাঁদেরকে গ্রেপ্তার করে ছিনতাইয়ের এক লাখ ৪৫ হাজার টাকা পাওয়া যায়।’
ওসি আরো জানান, এ পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় থানায় অস্ত্র ও ছিনতাই আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার ও ছিনতাইয়ের টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মানিকগঞ্জের ম্যাপ।